গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
জেল সুপারের কার্যালয়
সিরাজগঞ্জ জেলা কারাগার।
www. prison.sirajganj.gov.bd
সেবা প্রদান প্রতিশ্রুতি ( Citizen's Charter)
১। মিশন ও ভিশন
ভিশন : ‘‘রাখিব নিরাপদ দেখাব আলোর পথ’’।
মিশন : বন্দিদের নিরাপদ আটক নিশ্চিত করা, কারাগারের কঠোর নিরাপত্তা ও বন্দিদের শৃংখলা বজায় রাখা, বন্দিদের সাথে মানবিক আচরণ করা, যথাযথভাবে তাদের বাসস্থান, খাদ্য, চিকিৎসা এবং আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও আইনজীবিদের সাথে সাক্ষাৎ নিশ্চিত করা এবং একজন সুনাগরিক হিসেবে সমাজে পুনর্বাসন করার লক্ষ্যে প্রয়োজনীয় প্রেষণা ও প্রশিক্ষণ প্রদান করা।
২। প্রতিশ্রুতি সেবাসমুহ :
২। প্রতিশ্রুতি সেবাসমুহ :
২.১) নাগরিক সেবা
ক্রঃনং |
সেবার নাম |
সেবা প্রদান পদ্ধতি |
প্রয়োজনীয় কাগজপত্র ও প্রাপ্তিস্থান |
সেবা মূল্য |
সেবা প্রদানের সময়সীমা |
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (নাম,পদবী, ফোন ও ই-মেইল) স্ব স্ব কারাগার কর্তৃক পুরণীয় |
১ |
২ |
৩ |
৪ |
৫ |
৬ |
৭ |
১. |
বন্দিদের আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবের সাথে সাক্ষাতের ব্যবস্থা করণ; (ক) সাধারণ সাজাপ্রাপ্ত ও বিচারাধীন বন্দি |
জেল সুপার বরাবর সরাসরি আবেদন পত্র দাখিলের পর সাক্ষাতের ব্যবস্থা করা হয়। প্রতি ১৫ (পনের) দিন অন্তর সাক্ষাতের সুযোগ রয়েছে। |
কারা কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত নির্ধারিত ফরমে আবেদন দাখিল। |
বিনামুল্যে |
আবেদনপত্র দাখিলের পর সর্বোচ্চ ৩০ মিনিট |
জনাব এ.এস.এম.কামরুল হুদা জেল সুপার ফোন নং- ০২৫৮৮৮৩০২৪৪ মোবাইল নং- ০১৭৬৯৯৭০৫৪০ ই-মেইল : jssjganj@prison.gov.bd |
(খ) জেএমবি, সন্ত্রাসী, রাষ্ট্রবিরোধী,দুর্ধর্ষ/নৃশংস অপরাধ, শীর্ষ সন্ত্রাসী, যুদ্ধাপরাধী ও ফাঁসির দন্ডপ্রাপ্ত বন্দি |
জেল সুপার বরাবর সরাসরি আবেদন পত্র দাখিলের পর সাক্ষাতের ব্যবস্থা গ্রহণ করা হয়। প্রতি ৩০ (ত্রিশ) দিন অন্তর সাক্ষাতের সুযোগ রয়েছে। |
১। নির্ধারিত ফরমে আবেদন। ২। প্রত্যেক সাক্ষাত প্রার্থীর এক কপি পাসপোর্ট সাইজের ছবি। ৩। জাতীয় পরিচয়পত্রের ফটোকপি। ৪। সাক্ষাত প্রার্থীদের মোবাইল নম্বর। |
বিনামুল্যে |
আবেদনপত্র দাখিলের পর সর্বোচ্চ ৩০ মিনিট |
ডেপুটি জেলার (ভর্তি ও মুক্তি শাখা) টেলিফোন নং-০২৫৮৮৮৩১১২১ ই-মেইল : jsganjdj@prison.gov.bd |
|
(ঙ) ডিটেন্যু ও নিরাপদ হেফাজতী বন্দী |
জেলা ম্যাজিস্টেট/আদালতের অনুমোদনক্রমে জেল সুপার বরাবরে সরাসরি আবেদন পত্র দাখিলের পর সাক্ষাতের ব্যবস্থা করা হয়। প্রতি ১৫ (পনের) দিন অন্ত সাক্ষাতের সুযোগ রয়েছে। |
১। জেলা ম্যাজিষ্ট্রেট/ আদালতের অনুমোদনপত্র ২। নির্ধারিত ফরমে আবেদনপত্র |
বিনামুল্যে |
আবেদনপত্র দাখিলের পর সর্বোচ্চ ১ ঘন্টা |
ডেপুটি জেলার (ভর্তি ও মুক্তি শাখা) টেলিফোন নং-০২৫৮৮৮৩১১২১ ই-মেইল : jsganjdj@prison.gov.bd |
|
|
(চ) বন্দির আইনজীবির সাথে সাক্ষাতের ব্যবস্থা করণ; |
জেল সুপার যৌক্তিক কারণে যে কোন সময়ের ব্যবধানে আইনজীবির সাথে সাক্ষাতের ব্যবস্থা করে দিতে পারেন। |
নির্ধারিত ফরমে আবেদন |
বিনামুল্যে |
আবেদনপত্র দাখিলের পর সর্বোচ্চ ৩০ মিনিট |
ডেপুটি জেলার (ভর্তি ও মুক্তি শাখা) টেলিফোন নং-০২৫৮৮৮৩১১২১ ই-মেইল : jsganjdj@prison.gov.bd |
২. |
বন্দির পরিবারের সাথে মোবাইলে কথা বলা ; |
কারাগারে আটক বন্দিদের পরিবারের সাথে মোবাইল ফোনে কথা বলা। |
মোবাইলে কথা নীতিমালা অনুযায়ী কথা বলা। |
১ (এক) টাকা প্রতি মিনিট |
সর্বোচ্চ ৫ মিনিট |
ডেপুটি জেলার (ভর্তি ও মুক্তি শাখা) টেলিফোন নং-০২৫৮৮৮৩১১২১ ই-মেইল : jsganjdj@prison.gov.bd |
৩. |
কারা ক্যান্টিনের মাধ্যমে বন্দির নিকট মালামাল/পণ্য প্রদানের ব্যবস্থা করণ; |
বাহির কারা ক্যান্টিন থেকে বন্দির আত্মীয়-স্বজন মালামাল/পণ্য কিনে বন্দির নামে কারাভ্যন্তরে কারা কর্তৃপক্ষের মাধ্যমে পাঠাতে পারে। |
মালামাল ক্রয়ের রশিদের মাধ্যমে |
কারা ক্যান্টিনের নীতিমালা অনুযায়ী নির্ধারিত মৃল্য |
সর্বোচ্চ ৩০ মিনিট |
কারা ক্যান্টিন পরিচালক (দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী) |
৪. |
বন্দির ব্যাক্তিগত ক্যাশ (পিসি) তে টাকা জমা গ্রহণ; |
ভিতর কারা ক্যান্টিন থেকে প্রয়োজণীয় মালামাল/ পণ্য ক্রয়ের জন্য বন্দির আত্নীয় -স্বজন বন্দির পিসিতে টাকা দিতে পারেন। টাকা জমা দানের পর প্রত্যেক জমাদানকারীকে রশিদ প্রদান করা হয় এবং বন্দির নামে জমাকৃত টাকা বন্দির পিসিতে জমা হয়। |
নির্ধারিত ফরমে আবেদন |
বিনামুল্যে |
সর্বোচ্চ ৩০ মিনিট |
পি সি জমা গ্রহণকারী (দায়িত্বপ্রাপ্ত কারারক্ষী) |
৫. |
বিকাশ/নগদের মাধ্যমে বন্দির ব্যাক্তিগত ক্যাশ (পিসি) তে টাকা জমা গ্রহণ; |
বন্দির নিকট আত্মীয় স্বজন নিজ এলাকা থেকে নগদ মোবাইল ব্যাংকিং মাধ্যমে সেবা গ্রহণ করতে পারেন। |
নির্ধারিত নগদ এজেন্ট নম্বর |
বিনামুল্যে |
তাৎক্ষনিকভাবে |
পি সি জমা গ্রহণকারী (দায়িত্বপ্রাপ্ত কারারক্ষী) মোবাইল নং- ০১৭৬৯-৯৭০৫৪৩ |
৬. |
বন্দির ওকালতনামা স্বাক্ষর করণ; |
বন্দির ওকালত নামা বাইরে সংরক্ষিত বাক্সে জমা দিতে হয়। দায়িত্ব প্রাপ্ত ডেপুটি জেলারের কাছে সরাসরি জমা প্রদান করতে হয়। ওকালত নামায় সংশ্লিষ্ট বন্দির সাক্ষর গ্রহণের পর তা আবার ওকালত নামা জমাদানকারীর নিকট ফেরত প্রদান করা হয়। |
সংশ্লিষ্ট উকিল এর কাছ থেকে প্রাপ্ত ওকালতনামা |
বিনামুল্যে |
সর্বোচ্চ ১৫ মিনিট |
ডেপুটি জেলার মোবাইল নং- ০১৭৫২২৯৮৪৮১ টেলিফোন: ০২৫৮৮৮৩১১২১ ই-মেইল : jsganjdj@prison.gov.bd |
৭. |
সাক্ষাতকার/মতামত/ অভিযোগ গ্রহণ |
আবেদনের মাধ্যমে অথবা স্বশরীরে উপস্থিতির মাধ্যমে। প্রতি সপ্তাহে গণশুনানীর আয়োজন করা হয়। |
লিখিত আবেদন/ সরাসরি হাজিরা |
বিনামূল্যে |
তাৎক্ষনিক |
জনাব, এ.এস.এম.কামরুল হুদা জেল সুপার ফোন নং- ০২৫৮৮৮৩০২৪৪ মোবাইল নং- ০১৭৬৯৯৭০৫৪০ ই-মেইল : jssjganj@prison.gov.bd |
৮. |
বন্দিকে জামিনে মুক্তি/ খালাশের তথ্য প্রদান; |
সংশ্লিষ্ট আদালতের মাধ্যমে বন্দির জামিননামা/ মুক্তিনামা আসলে তা যাচাই বাছাই পূর্বক বন্দিকে জামিনে মুক্তি / খালাশের প্রদান করা হয়। প্রতিদিন কারা জামিনে মুক্তি/ খালাস পাবে তা পুর্বে থেকে বাহিরে নোটিশ বোর্ডে টাঙিয়ে দেয়া হয়, এলইডি ডিসপ্লে বোর্ডে প্রদর্শন ও ওয়েব সাইটে (prison.sirajgang.gov.bd) আপলোড করা হয়। |
সংশ্লিষ্ট আদালতের মাধ্যমে প্রাপ্ত সঠিক জামিননামা/ মুক্তি নামা |
বিনামুল্যে |
সর্বোচ্চ ০২ ঘন্টা তবে জামিননামা সংশোধনের বা সঠিকতা যাচাই এর প্রয়োজন হলে বিলম্ব হতে পারে |
খালাশ- জনাব এ.এস.এম.কামরুল হুদা জেল সুপার ফোন নং- ০২৫৮৮৮৩০২৪৪ মোবাইল নং- ০১৭৬৯৯৭০৫৪০ ই-মেইল : jssjganj@prison.gov.bd
জামিন- জনাব আবু নূর মোঃ রেজা জেলার টেলিফোন: ০২৫৮৮৮৩১১২১ মোবাইল নং- ০১৭৬৯৯৭০৫৪১ ই-মেইল : jlrsjganj@prison.gov.bd |
৯. |
তথ্য সরবরাহ করণ |
বন্দির আত্নীয়-স্বজন অথবা অন্য কোন ব্যক্তির আবেদনের প্রেক্ষিতে বন্দির সাজা, কারাবাস, কারা ব্যবস্থাপনা সংক্রান্ত তথ্য ( যা কারা নিরাপত্তা বিঘ্নিত করবে না) সরবরাহ করা হয়। এ ক্ষেত্রে তথ্য অধিকার আইন অনুসরন করা হয়। প্রতি কার্যদিবসে এ সংক্রান্ত আবেদন সরাসরি বা ডাকযোগে অথবা ই-মেইলে প্রেরণ করা যায়। |
তথ্য অধিকার (তথ্য প্রাপ্তি সংক্রান্ত) বিধিমালা-২০০৯ এ নির্দেশিত ফরমে আবেদন করতে হবে। |
বিনামুল্যে; যে সব তথ্য সরবরাহে সরকারী অর্থ খরচ হয় সে ক্ষেত্রে নির্ধারিত অর্থ প্রদান করতে হয়। |
১-১৫ দিন |
জনাব এ.এস.এম.কামরুল হুদা জেল সুপার ফোন নং- ০২৫৮৮৮৩০২৪৪ মোবাইল নং- ০১৭৬৯৯৭০৫৪০ ই-মেইল : jssjganj@prison.gov.bd |
১০. |
ব্যবসায়িক লাইসেন্স প্রদান ও নবায়ন |
কারাগার সমূহে পণ্য ও সেবা সরবরাহের নিমিত্তে প্রতি বছর নতুন নতুন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে কারা ঠিকাদারী লাইসেন্সেরে ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ সমীপে কাগজপত্র প্রেরণ এবং স্থানীয় পর্যায়ে নবায়ন করা হয়। |
১. নির্ধারিত ফরম পূরণ। ২. ছবি। ৩. ভ্যাট সনদ। ৪. আয়কর সনদ। ৫. জাতীয় পরিচয় পত্রের ছায়ালিপি। ৬. নাগরিক সনদের ছায়ালিপি। |
১. নতুন লাইসেন্স ফি-----টাকা। ২. নবায়ন ফি---টাকা। |
আবেদনপত্র দাখিলের পর সবোর্চ্চ০১ মাস। |
জনাব এ.এস.এম.কামরুল হুদা জেল সুপার ফোন নং- ০২৫৮৮৮৩০২৪৪ মোবাইল নং- ০১৭৬৯৯৭০৫৪০ ই-মেইল : jssjganj@prison.gov.bd |
২.২ ) প্রাতিষ্ঠানিক সেবা
ক্রঃনং |
সেবার নাম |
সেবা প্রদান পদ্ধতি |
প্রয়োজনীয় কাগজপত্র ও প্রাপ্তিস্থান |
সেবামুল্য |
সেবা প্রদানের সময়সীমা |
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (নাম,পদবী,ফোন ও ই-মেইল) |
১ |
২ |
৩ |
৪ |
৫ |
৬ |
৭ |
১. |
কারাগার পরিদর্শন |
কোন সরকারি-বেসরকারি সংস্থা, আন্তর্জাতিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান কারাগার পরিদর্শন করতে চাইলে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন স্বাপেক্ষে কারাগার পরিদর্শন করতে দেওয়া হয়। |
মন্ত্রণালয়/কারা অধিদপ্তর কর্তৃক অনুমতিপত্র |
বিনামূল্যে |
অনুমতি পত্রে উল্লিখিত সময়ে |
জনাব এ.এস.এম.কামরুল হুদা জেল সুপার ফোন নং- ০২৫৮৮৮৩০২৪৪ মোবাইল নং- ০১৭৬৯৯৭০৫৪০ ই-মেইল : jssjganj@prison.gov.bd |
২. |
শিক্ষা ও গবেষণা |
গবেষণা ও অন্যান্য শিক্ষা সংক্রান্ত কাজে কারাভ্যন্তরে কাজের জন্য যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষের কারাগার পরিদর্শন করতে দেওয়া হয়। |
মন্ত্রণালয়/কারা অধিদপ্তর কর্তৃক অনুমতিপত্র |
বিনামূল্যে |
অনুমতি পত্রে উল্লিখিত সময়ে |
জনাব এ.এস.এম.কামরুল হুদা জেল সুপার ফোন নং- ০২৫৮৮৮৩০২৪৪ মোবাইল নং- ০১৭৬৯৯৭০৫৪০ ই-মেইল : jssjganj@prison.gov.bd |
৩. |
ওয়ান স্টপ সার্ভিস |
নির্ধারিত সময়সীমা অনুযায়ী এক জায়গা থেকে সকল সেবা (বন্দি সাক্ষাতের আবেদন, জামিন খালাসের তথ্য, ওকালতনামা স্বাক্ষর ও গ্রহণ, পিসিতে টাকা প্রদান, মামলা সংক্রান্ত তথ্য এবং কারাগার সেবা সম্পর্কিত তথ্য ইত্যাদি) প্রদান। |
নির্ধারিত ফরমে/লিখিত আবেদন/ সরাসরি উপস্থিতি |
বিনামূল্যে |
সর্বোচ্চ ৩০ মিনিট |
ডেপুটি জেলার মোবাইল নং- ০১৭৫২২৯৮৪৮১ টেলিফোন: ০২৫৮৮৮৩১১২১ ই-মেইল : jsganjdj@prison.gov.bd |
২.৩) অভ্যন্তরীণ সেবা
ক্রঃনং |
সেবার নাম |
সেবা প্রদান পদ্ধতি |
প্রয়োজনীয় কাগজপত্র ও প্রাপ্তিস্থান |
সেবামুল্য |
সেবা প্রদানের সময়সীমা |
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (নাম,পদবী,ফোন ও ই-মেইল) |
১ |
২ |
৩ |
৪ |
৫ |
৬ |
৭ |
১. |
বিভিন্ন প্রকার ছুটি মঞ্জুর |
কর্মকর্তা-কর্মচারীদের আবেদনের প্রেক্ষিতে ছুটি বিধি অনুযায়ী বিভিন্ন প্রকার ছুটি (নৈমিত্তিক, অর্জিত, স্বাস্থ্যগত কারণে ও মাতৃতকালীণ) মঞ্জুর করা হয়। |
নির্ধারিত ফরমে/সাদা কাগজে, যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে আবেদন দাখিল করতে হবে। |
বিনামূল্যে |
আবেদন প্রাপ্তির পর সর্বোচ্চ ৩ দিন এবং আবেদন বিবেচনায় তাৎক্ষনিকভাবে |
জনাব এ.এস.এম.কামরুল হুদা জেল সুপার ফোন নং- ০২৫৮৮৮৩০২৪৪ মোবাইল নং- ০১৭৬৯৯৭০৫৪০ ই-মেইল : jssjganj@prison.gov.bd |
২. |
চিকিৎসা সেবা প্রদান |
কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে কেউ অসুস্থ হলে তাৎক্ষনিকভাবে কারা হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়। উন্নত চিকিৎসার প্রয়োজন হলে কারা হাসপাতালের চিকিৎসকের পরামর্শ মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হয়। |
-- |
বিনামূল্যে |
তাৎক্ষনিকভাবে |
ডা: মশিউর রহমান মেডিকেল অফিসার কারা হাসপাতাল সিরাজগঞ্জ জেলা কারাগার মোবাইল নং- ০১৭৫২২৯৮৪৮১ টেলিফোন: ০২৫৮৮৮৩১১২১ ই-মেইল : jssjganj@prison.gov.bd |
৩. |
আবেদন প্রেরণ |
উর্দ্ধতন কর্তৃপক্ষ সম্বোধন করে দাখিলকৃত আবেদন প্রেরণ। |
সাদা কাগজে, যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে আবেদন দাখিল করতে হবে। |
বিনামূল্যে |
আবেদন প্রাপ্তির ০১ দিনের মধ্যে। |
ডেপুটি জেলার (হাজতী ও কয়েদি শাখা) মোবাইল নং- ০১৭৫২২৯৮৪৮১ টেলিফোন: ০২৫৮৮৮৩১১২১ ই-মেইল : jsganjdj@prison.gov.bd |
৪. |
পোষাক-পরিচ্ছদ প্রদান |
পোশাক নীতিমালা অনুযায়ী কারা কর্মচারীদের কিট বহি মোতাবেক প্রাপ্যতা সাপেক্ষে পোষাক-পরিচ্ছদ প্রদান করা হয়। |
কিট বহি |
বিনামূল্যে |
কিট বহি জমাদানের পর সর্বোচ্চ ০৩ দিন |
ডেপুটি জেলার (হাজতী ও কয়েদি শাখা) মোবাইল নং- ০১৭৫২২৯৮৪৮১ টেলিফোন: ০২৫৮৮৮৩১১২১ ই-মেইল : jsganjdj@prison.gov.bd |
৫. |
পিআরএল ও পেনশন মঞ্জুরি প্রদান |
কর্মকর্তা-কর্মচারীদের আবেদনের প্রেক্ষিতে বিধি মোতাবেক পিআরএল ও পেনশন মঞ্জুরি প্রদান করা হয়। কোন কর্মচারী মৃত্যুবরণ করলে তার কাগজপত্র যাচাইয়ামেত্ম পরিবারিক পেনশন মঞ্জুর করা হয়। |
যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে আবেদনপত্র দাখিল করতে হিবে। |
বিনামূল্যে |
আবেদন প্রাপ্তির পর সর্বোচ্চ ০৭ দিন। |
জনাব এ.এস.এম.কামরুল হুদা জেল সুপার ফোন নং- ০২৫৮৮৮৩০২৪৪ মোবাইল নং- ০১৭৬৯৯৭০৫৪০ ই-মেইল : jssjganj@prison.gov.bd |
৩) আওতাধীন দপ্তর সমূহের সেবা : অত্র দপ্তরের আওতাধীন কোন দপ্তর নাই।
৪) আপনার কাছে আমাদের প্রত্যাশা :
ক্রমিক |
প্রতিশ্রতি/কাঙ্খিত সেবা প্রাপ্তির লক্ষ্যে করণীয় |
০১ |
স্বয়ংসম্পূর্ণ আবেদন জমা প্রদান |
০২ |
যথাযথ প্রক্রিয়ায় প্রয়োজনীয় ফি পরিশোধ করা। |
০৩ |
স্বাক্ষাতের জন্য নির্ধারিত সময়ের পূর্বেই উপস্থিত থাকা। |
০৪ |
সঠিক ঠিকানা প্রদান। |
০৫ |
আবেদনে নাম ঠিকানা স্পষ্ট করে উল্লেখ করা। |
০৬ |
নির্ধারিত সময়ের মধ্যে প্রেরণ করা। |
৫) অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা (GRS) :
ক্রঃ |
কখন যোগাযোগ করবেন |
কার সঙ্গে যোগাযোগ করবেন |
যোগাযোগের ঠিকানা |
নিষ্পত্তির সময়সীমা |
১. |
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সমাধান দিতে না পারলে |
অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তা (অনিক) কারা উপ-মহাপরিদর্শক রাজশাহী বিভাগ, রাজশাহী
|
মো: কামাল হোসেন কারা উপ-মহাপরিদর্শক রাজশাহী বিভাগ, রাজশাহী মোবাইল : ০১৭৬৯৯৭০৪০০ ফোন : ০২৫৮৮৮৫৪৫৬০ ই-মেইল : digprisonsraj@gmail.com |
৩০ কার্যদিবস (সাধারণ ৪০ কার্যদিবস তদন্তের উদ্যেগ গৃহীত হলে) |
২. |
অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তা নির্দিষ্ট সময়ে সমাধান দিতে না পারলে
|
আপিল কর্মকর্তা কারা মহাপরিদর্শক কারা অধিদপ্তর, ঢাকা |
কর্নেল মোহাম্মদ মোস্তফা কামাল অতিরিক্ত কারা মহাপরিদর্শক কারা অধিদপ্তর, ঢাকা ফোন : ০২-৫৭৩০০২২২ ই-মেইল : addi.ig@prison.gov.bd |
২০ কার্যদিবস |
৩. |
আপিল কর্মকর্তা নির্দিষ্ট সময়ে সমাধান দিতে না পারলে |
সচিব সুরক্ষা সেবা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
|
ফারজানা সিদ্দিকা উপসচিব (বাজেট-২ শাখা) সুরক্ষা সেবা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় মোবাইল নং : ০১৭৩১৫৪১৩৯০ ফোন : ০২-৫৫১০১১৪৭ ই-মেইল : secycnr@cabinet.gov.bd |
৬০ কার্যদিবস |