Wellcome to National Portal
Main Comtent Skiped

সিরাজগঞ্জ জেলা কারাগারের তথ্য বাতায়নে স্বাগতম। কারাগারে আটক বন্দির অসুস্থতার কথা বলে বিকাশ, রকেট, নগদ বা যে কোন ব্যাংকে অর্থ গ্রহণ করা হয় না। সরকারী নিয়ম অনুযায়ী চিকিৎসা প্রদান করা হয়। কেউ এ ধরনের কারাগারের পরিচয় দিয়ে অর্থ চাইলে আইন শৃংঙ্খলা বাহিনী'কে বা অত্র দপ্তরে যোগাযোগ করার জন্য বলা যাচ্ছে।


একনজরে
একনজরে সিরাজগঞ্জ জেলা কারাগার


ব্রিটিশ শাসনামলে ১৯১৮ খ্রিষ্টাব্দে তৎকালীন সিরাজগঞ্জ মহকুমার সিরাজগঞ্জ পৌরসভায় যমুনা নদীর তীরে সিরাজগঞ্জ উপ-কারাগার প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে সিরাজগঞ্জ মহকুমা ১৯৮৪ খ্রিঃ জেলায় উন্নীত হওয়ার পর ১৯৯৪ খ্রিঃ উপ-কারাগারটিকে একই স্থাপনায় জেলা কারাগার হিসেবে ঘোষণা করা হয়। যমুনা নদীর ভাঙ্গনের ফলে কারাগারটি স্থানান্তরের প্রয়োজন দেখা দেয়। ফলে সিরাজগঞ্জ শহরের কান্দা পাড়া এলাকায় ৬.৫০ একর জমির উপর ১৭ই নভেম্বর, ১৯৯৪ সালে নতুন এই জেলা কারাগারটির কার্যক্রম শুরু হয়েছে। কারাগারটি ১৯ জেলা কারাগার নির্মাণ প্রকল্পের ২য় কারাগার হিসেবে আধুনিক সুবিধা সম্বলিত একটি কারাগার। ১৯ জেলা কারাগার নির্মান প্রকল্পের মডেল কারাগার হিসেবে উক্ত কারাগারের আদলে প্রকল্পের অন্যান্য কারাগার নির্মিত হয়েছে।


সিরাজগঞ্জ জেলা কারাগারের জমির পরিমান

(০১) কারাগার স্থাপিত ১৭ই নভেম্বর =১৯৯৪ খ্রিষ্টাব্দ।

(০২) জমির পরিমাণ )ক(কারাভ্যন্তরে.....= ৪.০০ একর

(খ(বাহিরে .........= ২.৫০ একর

মোট =৬.৫০ একর

 (গ) জলাশয়/পুকুর...= ০১ টি।